Sita Sudhu Balmikir Non, সীতা শুধু বাল্মীকির নন
সুপ্রাচীন কাল থেকেই সীতা চরিত্রটির জনপ্রিয়তা ভারতভূমির রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হয়ে চলেছে। প্রাচ্যের পুরাণ-মহাকাব্যের সবচেয়ে জনপ্রিয় নারীচরিত্র প্রশ্নাতীতভাবেই তিনি। কিন্তু সীতা কি শুধুই বাল্মীকির? তুলসীদাস তাঁকে একরকমভাবে ভেবেছেন, নিজের মতো করে গড়েছেন কম্বন, রঙ্গনাথ। কৃত্তিবাসের হাতে পড়ে চেনা বাঙালি বধূর রূপ পেয়েছেন তিনি। আবার চন্দ্রাবতীর সীতার মধ্যে যোগ হয়েছে নারীর ব্যক্তিগত যন্ত্রণা। দেশ-বিদেশের শ-তিনেক আঞ্চলিক রামায়ণ, লোককথা, লোকগান নানাভাবে জানকীকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। বহুজনই নিজের নানা অভিজ্ঞতার সঙ্গে সীতাকে মেলানোর চেষ্টা করেছেন। সীতা-ভাবনা স্পর্শ করে যায় কৃষি থেকে পুরুষতন্ত্র, নারীর ক্ষমতায়ন হয়ে পারস্পরিক অবিশ্বাস, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, রহস্য, এবং আরও অনেককিছুই— সীতা কি তবে শুধুই বাল্মীকির? এই গ্রন্থে এই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করেছেন লেখক।
Share
Chat2Order
Start shopping on the go while you chat
![](http://checkout2.chat2order.in/cdn/shop/files/Shopify_background.png?v=1668938957&width=1800)
Chat2Order is here to help you ease your life with convenience of shopping as you chat on the go through its multi-channel interfaces.