Sahasra-Ek Pretrajani, সহস্র-এক প্রেতরজনী
রোমান্স ও রোমাঞ্চ-র অবিসংবাদী সম্রাট আলেকজান্ডার দ্যুমা। দ্য থ্রি মাস্কেটিয়ার্স, দ্য কাউন্ট অফ মন্টিক্রিস্টো, ব্ল্যাক টিউলিপ প্রভৃতি কালজয়ী উপন্যাসে বিগত দেড় শতাব্দী জুড়ে সারা বিশ্বের কোটি কোটি গুণমুগ্ধ পাঠক সে-কথা বারংবার উপলব্ধি করেছেন মোহিত বিস্ময়ে।
কিন্তু দ্যুমার গুণগ্রাহীদের সিংহভাগই অলৌকিক কাহিনি ধারায় তাঁর অসামান্য সৃষ্টির বিষয়ে অনবগত। ১৮৪৬ সালে প্রকাশিত 'ওয়ান থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান ঘোস্টস' বইটি দ্যুমার লেখা একটি বিরলগোত্রের হরর উপন্যাস। অ্যান্থোলজি গোত্রের এই উপন্যাসটিতে অনেকগুলি কাহিনির একটি গুচ্ছ একসুতোয় বাঁধা পড়ে অনন্য এক কথামালা তৈরি করেছে যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে আতঙ্ক, শিহরন, বিপ্লবোত্তর ফ্রান্সের পটভূমির চিত্র আর অতিলৌকিক জগতের আভাস। সর্বোপরি পাঠকদের জন্য রয়েছে সর্বকালের অন্যতম সেরা কাহিনিকার আলেকজান্ডার দ্যুমা-র গল্পকথনের অদৃষ্টপূর্ব এক পরিবেশন।
এই প্রথমবার বাংলায় ভাষান্তরিত হল দ্যুমার এই অনন্য উপন্যাসখানি।
Share
Chat2Order
Start shopping on the go while you chat
![](http://checkout2.chat2order.in/cdn/shop/files/Shopify_background.png?v=1668938957&width=1800)
Chat2Order is here to help you ease your life with convenience of shopping as you chat on the go through its multi-channel interfaces.