Antareep January Issue 2025, অন্তরীপ জানুয়ারি সংখ্যা ২০২৫
উনিশ শতকে বিদেশি গোয়েন্দাকাহিনির প্রেরণায় বঙ্গে গোয়েন্দাকাহিনি রচনার সূত্রপাত হলেও ক্রমে মৌলিকতা ও বাঙালিয়ানায় তার আশ্চর্য বিবর্তন হয়েছে। আজ তাই সগৌরবে বলাই যায় যে বাংলা সাহিত্যের রাজকোষে অন্যতম উজ্জ্বল রত্ন তার গোয়েন্দাকাহিনির সম্ভার।
বর্তমানের বাংলা সাহিত্য যেন সেই সম্ভারটিকে সমৃদ্ধতর করে তুলছে প্রাণপণে। সমকালীন সাহিত্য উদ্যোগের একটা বৃহৎ অংশই তাই রহস্য ও গোয়েন্দাকাহিনি রূপে আবির্ভূত হয়েছে। সাম্প্রতিককালের বেশ কিছু গোয়েন্দাকাহিনি ও গোয়েন্দা-চরিত্রের অভূতপূর্ব জনপ্রিয়তা এই ঘরানার সাহিত্যের প্রতি বাঙালি পাঠকের চিরকালীন আগ্রহ ও উৎসাহটিকেই প্রমাণ করেছে নতুন করে।
বাঙালি পাঠকের সে-চাহিদার কথা মাথায় রেখেই নবীন ও সুযোগ্য কলমচিদের লেখা নতুনতর গোয়েন্দাকাহিনি তাঁদের সামনে সাজিয়ে দিতে অন্তরীপ করেছিল এক গোয়েন্দাকাহিনি প্রতিযোগিতার আয়োজন। সেই প্রতিযোগিতায় প্রেরিত অজস্র কাহিনির মধ্যে যে লেখাগুলি প্রথম পাঁচটি স্থানের জন্য নির্বাচিত হয়েছে— সেগুলিকে একত্র করেই এই সংখ্যার প্রকাশ।
Share
Chat2Order
Start shopping on the go while you chat
Chat2Order is here to help you ease your life with convenience of shopping as you chat on the go through its multi-channel interfaces.